এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের কৃত্রিম প্রজনন এর এক অন্যতম বহুল আলোচিত এবং গ্রহনযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান এর নাম এসিআই এনিমেল জেনেটিক্স। দেশের গবাদিপশুর জাত উন্নয়ন এর পাশাপাশি খামারি,কর্মী ও ডিস্ট্রিবিউটর দের মানসিক বিকাশ ও পরিতৃপ্তি দিতে যেনো কখনো কার্পন্য করে না এই প্রতিষ্ঠানটি। সারা বছরই কর্মী এবং খামারীদের নিয়ে তারা ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ, নৌকাভ্রমণসহ নানা বিনোদনমূলক কাজ তারা করে থাকেন।
তারই ফলশ্রুতিতে এবার তারা শুরু করেছেন গ্রামের প্রান্তিক মহিলা খামারিদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক গেম শো এর। এর গেইম শো গুলোর মাধ্যমে গ্রামের খামারী মা-বোনরা পাচ্ছেন বাড়তি আনন্দ এবং বিশেষ উপহার। এরই সাথে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে গাভী লালন পালন করে কৃত্রিম প্রজনন করে জাত উন্নয়ন করার শিক্ষা। দেয়া হচ্ছে শিক্ষনীয় লিফলেট।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এসিআই এনিমেল জেনেটিক্স কর্তৃক এরকমই একটি গেম শো-এর আয়োজন হয়ে গেলো পটুয়াখালীতে সেখানে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিক্স-এর বিজনেস ডাইরেক্টর জনাব মোজাফফর উদ্দিন আহমেদ, উজ্জ্বল ব্রাউন দাস (এরিয়া সেলস এক্সিকিউটিভ), ডা.সাকিব হোসাইন (ভিএসও), সুফল চন্দ্র (মার্কেটিং অফিসার) এবং এসিআই এনিমেল জেনেটিক্স এর পরিবেশক এবং লাইভস্টক এসিস্ট্যান্টবৃন্দ।
বিগত পহেলা সেপ্টেম্বর"২৪ থেকেই সারাদেশে প্রতিদিন এরকম ৭ টি করে গেইম শো এর মাধ্যমে গবাদিপশুর লালন পালন শিক্ষার বিস্তার-এর লক্ষে বিভিন্ন আয়োজন করে চলেছে এসিআই এনিমেল জেনেটিক্স।