এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রামের হাটহাজারীস্থ আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণের সহযোগিতায় আজ ২৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার কাঁটাছড়া ইউনিয়ন, মিরসরাই, চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে কৃষকদের মাঝে বিনামূল্যে বিপুল সংখ্যক চারা কলম বিতরণ করা হয়।
ড. মো. নাজিম উদ্দিন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার সভাপতিত্ত্বে এবং মো.রাশেদ সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মো. সহিদুল ইসলাম খান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। ডক্টর খান বলেন, নাবি জাতের ব্রি ধান ২৩ এ অঞ্চলের কৃষকদের বন্যা পরবর্তীতে পুনর্বাসনে খাদ্য ঘাটতি পুরনে অনেকটাই কজে আসবে। আরো বক্তব্য রাখেন ড. মু. তোফজ্জল হোসেন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, সুধীজন মো. সানা উল্লাহপ্রমুখ।
পরে সমবেত কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত বারি আম-৮, বাড়ি পেয়ারা-৩, বারি জামরুল-১, বাড়ি ড্রাগন-১, বারি মালটা-১, বারি লাউ-৪, বারি মিষ্টি কুমড়া-২, বারি সীম-৭, চারা কল বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে কৃষক সমাবেশ দিয়ে এই অঞ্চলের মুহূর্ত প্রতিপ হিসেবে আগামী দিনে উৎসবমুখর পরিবেশে এই কৃষক সমাবেশটি এই অঞ্চলের কৃষকদের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসেবে আগামী দিনে নয়া মাইল ফলক হয়ে থাকবে বলে কৃষকেরা মনে করছেন।