রাজধানী প্রতিনিধি: বাংলাদেশের ডেইরি শিল্প ক্রমাগত বিকাশের পথে এগিয়ে চলেছে এবং এরই ধারাবাহিকতায় বিভিন্ন কোম্পানি ডেইরির জাত উন্নয়ন ও উৎপাদন পদ্ধতি উন্নত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এসব দিক দিয়ে পিছিয়ে নেই ফ্রেশ ফিড। খামারিদের সকল বয়সের গাভীর দৈনিক পুষ্টিগত চাহিদা এবং দুধ উৎপাদন এর ধারাবাহিকতার কথা বিবেচনা করে ফ্রেশ ফিড বাজারে নিয়ে এসেছে "Fresh Dairy Super Feed".
ফ্রেশ ফিডের সিনিয়র এজিএম ডা. মো. মাহফুজুর রহমান এগ্রিলাইফের প্রতিনিধিকে জানান, “সুস্থ ও মেধাবী জাতি গঠনে দুধ একটি আদর্শ খাদ্য। তবে দুধ অবশ্যই নিরাপদ এবং পুষ্টিসমৃদ্ধ হতে হবে। নিরাপদ দুধ উৎপাদনের জন্য প্রয়োজন নিরাপদ এবং সুষম ফিড। আমরা খামারিদের লাভবান করতে ‘Fresh Dairy Super Feed’ বাজারে এনেছি, যা ইতোমধ্যে খামারিদের আস্থা অর্জন করেছে এবং আর্থিকভাবে লাভবান করতে সহায়তা করছে। এটি দুধ উৎপাদনে অত্যন্ত কার্যকর এবং গবাদিপশুর জন্য সুষম ও সুস্বাদু। অভিজ্ঞ পুষ্টিবিদের ফর্মুলায় ও উন্নত কাচামালে তৈরি "Fresh Dairy Feed" প্রতিটি দানায় পুষ্টি নিশ্চিত করে বাজারজাত করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “দুধ উৎপাদনের ক্ষেত্রে খামার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাবার ব্যবস্থাপনা। সেক্ষেত্রে গরুর দৈহিক ওজন এবং দুধ উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক সুষম খাবার সরবরাহ করা। তাই, গরুর স্বাস্থ্য, দুধ উৎপাদন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিশ্চিত করতে ‘Fresh Dairy Super Feed’ ব্যবহারে প্রান্তিক এবং বাণিজ্যিক খামার উভয়েই উপকৃত হবেন বলে আমরা আশাবাদী ।”
এছাড়াও, প্রান্তিক খামারিদের সুবিধার কথা বিবেচনা করে ‘Fresh Dairy Super Feed’-এর পাশাপাশি ‘Fresh Dairy Regular’ নামে আরও একটি ফিড বাজারে আনা হয়েছে, যা দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে বলে জানান তিনি।