শাহ কৃষি তথ্য পাঠাগারে খামারি প্রশিক্ষণ, ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ও বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: শাহ কৃষি তথ্য পাঠাগার, মান্দা, নওগাঁয় বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি এল এস) ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, জেলা-৬৪, বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় এবং পিয়ারটপ লিমিটেড, ঢাকার সহযোগিতায় খামারি প্রশিক্ষণ, ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ও বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান শিউলি হাসান, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোস্তফা আলী, ব্যবস্থাপনা পরিচালক, পিয়ারটপ লিমিটেড, ঢাকা এবং সরকার আগ্র এর সি ইও ডা. মো. মোজাম্মেল হক সরকার । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান, নওগাঁ মান্দার শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম শাহ, আর এম বি হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট গাইনোকোলজি চিকিৎসক রোটারিয়ান ডা. তাহসিনা শামীম তাসু, রাজশাহী জেনারেল হাসপাতালের পরিচালক মো. সাব্বির হাসান, রাজশাহী সিটি করপোরেশানের প্রধান রাজশ্ব করমোকর্তা মো মুনজ়ুরুল আলম, খড়খড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. বাবুল হোসেন, কৃষিবিদ মো. মাসুদুল আজাদ পিন্টু এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনায় বলেন, "জলাতঙ্ক তৃতীয় বিশ্বের জন্য একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা এবং উদ্বেগের অন্যতম কারণ। একে প্রতিরোধ করতে হলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।" সম্মানিত অতিথি ডা. সৈয়দ মোস্তফা আলী বলেন, "জলাতঙ্ক নির্মূলের একটি প্রধান বাধা হলো আন্তর্জাতিক সহযোগিতার অভাব। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রোগের প্রকোপ কমানো সম্ভব।"

রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম বলেন, "বিশ্বজুড়ে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস। এবারের থিম হলো 'রেবিস সীমানা ভেঙ্গে ফেলা বা উত্তরণ,' যা রোগটির নির্মূলের পথে থাকা বাধাগুলি দূর করার লক্ষ্যে তৈরি হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধযোগ্য একটি রোগ, তবে এটি মোকাবিলায় প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, সঠিক সম্পদের ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি।"

অনুষ্ঠানে প্রায় ৬০ জন খামারিদের পোল্ট্রি, গরু, ছাগল ইত্যাদির উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং ২৫০টি প্রাণীর ফ্রি ভেটেরিনারি চিকিৎসা প্রদান করা হয়।