এগ্রিলাইফ২৪ ডটকম: ক্রেতা ও ভোক্তার কাছে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কের পরিচিতি এবং যাবতীয় তথ্য তুলে ধরতে বিপণন প্রসার ও যোগাযোগ কার্যক্রম অপরিহার্য। এই কার্যক্রমের পরিবেশকদের ভূমিকা অনস্বীকার্য। সে লক্ষে পরিবেশকদের কর্ম দক্ষতা বাড়াতে এবং তাদের মানোন্নয়নে কাজ করছে এসিআই এনিমেল জেনেটিক্স।
বুধবার (২৩ অক্টোবর) এসিআই এনিমেল জেনেটিক্স কর্তৃক খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ৩৮জন ডিলারদের নিয়ে সি এস এস আভা সেন্টার খুলনায়আয়োজিত হল "Beyond The Boundary" শীর্ষক ডিস্ট্রিবিউটর নলেজ আপগ্রেডেশন ট্রেইনিং। ট্রেইনিংটির দায়িত্ব পালন করেন ডা.খোরশেদ আলম (ম্যানেজার-এসিআই ট্রেইনিং ডিপার্টমেন্ট)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল জেনেটিক্স-এর বিজনেস ডাইরেক্টর জনাব মোজাফফর উদ্দিন আহমেদ, ডা.অরবিন্দ কুমার সাহা (চিফ এডভাইজার, এসিআই এনিমেল জেনেটিক্স), ডা.হিরেশ রঞ্জন ভৌমিক (চিফ এডভাইজার, এসিআই এনিমেল হেলথ),ডা.মনিরুজ্জামান (মার্কেটিং ম্যানেজার), প্রোডাক্ট এক্সিকিউটিভ ডা.আক্তারুজ্জামান অভি, এরিয়া সেলস এক্সিকিউটিভ মাহাবুব হোসাইন, এরিয়া সেলস এক্সিকিউটিভ উজ্জ্বল ব্রাউন, ভিএসও ডা. জাকির,ভিএসও ডা.সাকিব এবং অন্যান্য অফিসারবৃন্দ।
এই ট্রেইনিং এ উক্ত ডিস্ট্রিবিউটরদেরকে টেকনিক্যাল বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, তাছাড়া কিভাবে সরকারি নীতিমালা মেনে তাদের অধীনস্ত প্রজনন কর্মীদের কাজ করাতে হবে, রেজিস্টার মেইনটেইনের জন্য এসিআই কর্তৃক উদ্ভাবিত নতুন ডিলার ইনভেন্টরি এ্যাপ চালাতে হবে তা শেখানো হয়।
প্রশিক্ষণে ডিলারদের কর্ম দক্ষতা বাড়াতে এবং তাদের মানোন্নয়নের জন্য ডিলার লাইফ ইন্সুরেন্স, ডিলার প্রভিডেন্ড ফান্ড, এনিমেল হেলথ লয়ালিটি কার্ড, স্বপ্ন লয়ালিটি কার্ড, ইয়ামাহা বাইক লয়ালিটি কার্ড-এর সহায়তা বিষয়ক দীর্ঘ আলোচনা হয়।
সারাদিনের প্রশিক্ষন শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রি। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ র্যাফেল ড্র এর আয়োজন করা হয়।