আবুল বাশার মিরাজ, বিশেষ প্রতিনিধি: এ সি আই ক্রপ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর সুস্মিতা আনিস বলেছেন, 'দিন দিন কৃষি জমির পরিমাণ কমছে, পাশাপাশি বাড়ছে জনসংখ্যা। এই বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে ফ্লোরা অসামান্য ভূমিকা পালন করছে। বর্তমান প্রেক্ষাপটে কম জমিতে বেশি ফলন উৎপাদনের প্রয়োজনীয়তা বেড়েছে। "ফ্লোরা" শুধু ফলনই বাড়ায় না, ফসলের গুণগত মানও উন্নত করে। এটি দেশের ১ নম্বর Yield Booster হিসাবে কাজ করছে এবং বিশ্বব্যাপী স্বীকৃত লাভজনক পণ্য। আমাদের উদ্দেশ্য, ফ্লোরার মাধ্যমে কৃষকদের ভাগ্যোন্নয়ন ঘটানো এবং বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে পাশে থাকা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) ঢাকার এসিআই সেন্টারে অনুষ্ঠিত 'মিট অ্যান্ড গ্রিট দ্য ফ্লোরা অ্যাচিভার্স' অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারাদেশ থেকে ফ্লোরা পরিবেশক, ডিলার এবং কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্লোরার কার্যকারিতা ও কৃষিক্ষেত্রে-এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
সুস্মিতা আনিস আরও বলেন, 'ফ্লোরা দেশের খাদ্য নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করছে। এটি শুধু একটি পণ্য নয়; এটি কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য হলো কৃষকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের জীবনমান উন্নত করা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা।'
অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ সি আই ক্রপ কেয়ারের চীফ অপারেটিং অফিসার ড. মুকতার আহমেদ সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুর রহমান, জেনারেল ম্যানেজার (সেলস্) মো. আসাদুজ্জামান মাসুদ, ফ্লোরার ম্যানেজার (ম্যানেজার, পি এন্ড ডিজি) আবু বকর সিদ্দিক। এছাড়াও অনুষ্ঠানে সারাদেশের ফ্লোরার সাথে জড়িত ২ শতাধিক পরিবেশক, ডিলার, কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, "ফ্লোরা" পণ্যটি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা একই জমিতে আগের চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ফলে দেশের খাদ্য চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উন্নয়নে অংশীদারিত্বের অঙ্গীকার 'মিট অ্যান্ড গ্রিট দ্য ফ্লোরা অ্যাচিভার্স' অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফ্লোরার সফলতার গল্প এবং এর কার্যকারিতা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে এ সি আই ক্রপ কেয়ারের পক্ষ থেকে পরিবেশকদের আরও বেশি সহায়তা ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
ফ্লোরার সাফল্যের এই পথচলায় পরিবেশক ও ডিলারদের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। তারা বলেন, কৃষির উন্নয়নে "ফ্লোরা" একটি মাইলফলক হয়ে উঠেছে। এটি শুধু কৃষকের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক ভূমিকা পালন করছে।