রাজশাহী ভ্রমণে এসে মুগ্ধ হলেন আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিবৃন্দ

এগ্রিলাইফ২৪ ডটকম: গত ১৩ এবং ১৪ই মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বিভাগের আমন্ত্রণে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদের একদল প্রতিনিধি রাজশাহী

বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী শহর এবং রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সদস্যদের সঙ্গে মিলিত হন।

আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন, রোটারি ক্লাব অব গোহাটি সাউথ ভারতের রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ড. বিবেকা নন্দ সাইকিয়া, তার স্পাউস রোটারি ক্লাব অব গোহাটি সাউথ ভারতের রোটারিয়ান অঞ্জনা চৌধুরী এবং আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন্ডিয়ার, ভেটেরিনারি ক্লিনিক কমপ্লেক্সের পরিচালক প্রফেসর ড. ভূপেন শর্মা এর সাথে টিমের সদস্য বাংলাদেশের পক্ষ থেকে প্রফেসর ড. মোহাম্মদ কাউসার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও বিভাগের আমন্ত্রণে দুই দিনের সফরে রাজশাহীতে আসেন।

গত ১৩ মে তাদের অভ্যর্থনা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুসদের ডীন প্রফেসর ড. খন্দকার মো. মোজাফফর হোসেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মোইজুর রহমান, বিভাগের প্রতিষ্ঠাতা ডীন প্রফেসর ডঃ মোঃ জালাল উদ্দিন সরদার, বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ডঃ সৈয়দ সরওয়ার জাহান, প্রফেসর ড. মাহবুবুর রহমান।

গত ১৩ মে সকালে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সুলতান-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন। অতঃপর বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রী, ও শিক্ষকবৃন্দদের নিয়ে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অভ্যর্থনা অনুষ্ঠানে ডীন সাইকিয়া দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের internship কর্যক্রম যৌথভাবে পরিচালনার ব্যাপারে মত প্রকাশ করেন। এছাড়া আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ছাত্র-ছাত্রীদের গবেষণা, বৃত্তি ও অন্যান্য বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

এরপর বিভাগের বিভিন্ন ল্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়িয়াস্থ ভেটেরিনারি ক্লিনিক, কৃত্রিম প্রজনন কেন্দ্র ও রিসার্চ সেন্টার পরিদর্শন করেন। পরে দুই বাংলার মিলনস্থল রাজশাহীর পদ্মার পাড়, হেরিটেজ রাজশাহী কলেজ যেখানে অঞ্জন চৌধুরীর দাদা ১৯১০ থেকে ১৯১৪ সাল পর্যন্ত লেখাপড়া করেছেন এবং বরেন্দ্র জাদুঘর রাজশাহী পরিদর্শন করেন।

পরিশেষে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফের ও ক্লাব সভাপতি মনোনীত (২০২৫-২৬) রোটারিয়ান মো: মিজানুর রহমানের সংগে পতাকা বিনিময় করেন।

অতিথিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুগ্ধ হন, সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আসার অভিব্যক্তি আগ্রহ জানান এবং দুই দেশের দুই বিশ্ববিদ্যালয়ের যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।