এগ্রিলাইফ২৪ ডটকম: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কমিটি কর্তৃক "তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৩টা ৩০মিনিটে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল ও মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন শেকৃবি'র জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার কমিটি ফোকাল পয়েন্ট জনাব এ. এইচ. এম. মোস্তফা কামাল। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ও তথ্য অধিকার কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।