এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে - এনভোলিড প্রেজেন্টস "এনভাইরো ফেস্ট"। সর্বমোট তিনটি সেগমেন্টের সমন্বয়ে কার্যক্রমটি অনুষ্ঠিত হতে যাচ্ছে,যেখানে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তন্মধ্যে দুটি সেগমেন্ট হবে অনলাইন ভিত্তিক এবং তৃতীয় সেগমেন্টটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে।
সেগমেন্ট ১: এনভাইরো কুইজ
একটি অনলাইন পরীক্ষা ১২ জুন, ২০২৪ তারিখে রাত ৯:০০ টায় এ অনুষ্ঠিত হবে। যথা সময়ে, পরীক্ষার লিঙ্ক আমাদের পেজ থেকে প্রকাশ করা হবে।
মোট মার্কস: ৩০
প্রশ্নের সংখ্যা: ৩০
সময়: ২০ মিনিট
পরীক্ষার ধরন: MCQ
কোন নেগেটিভ মার্কিং করা হবে না।
পাঠ্যক্রম: পরিবেশ, আবহাওয়া, বৃক্ষরোপণ, বৈশ্বিক উষ্ণতা, বাস্তুশাস্ত্র, গ্রীনহাউস ইফেক্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, ওজোনস্তরের ক্ষতি
সেগমেন্ট ২: এনভাইরো পোস্টার প্রেজেন্টেশন
অংশগ্রহণকারীরা ডিজিটাল পোস্টার তৈরি করতে যেকোনো ডিজিটাল টুল (যেমন- ক্যানভা, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) ব্যবহার করতে পারেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তাদের পোস্টারটি আপলোড করতে হবে।
বিষয়: পরিবেশ বান্ধব গাছ এবং তাদের রোপনের সময়
অংশগ্রহণকারীদের নিম্নলিখিত হ্যাশট্যাগগুলি ব্যবহার করতে হবে।
#EnviroFest
#PosterPresentation
#Envolead
#BAO
সেখানে তাদের নাম ও বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ করতে হবে।
গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/925658634993501/
জমাদান শুরু: ৫ জুন, বুধবার, ২০২৪
জমাদান শেষ: ১২ জুন, বুধবার, ২০২৪
সেগমেন্ট ৩: প্ল্যান্ট ফর প্লাস্টিক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এই সেগমেন্টটি অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে, সবাইকে প্লাস্টিকের তৈরি ব্যাগ, বোতল ইত্যাদি আনতে হবে এবং বিনিময়ে তারা বীজের প্যাকেজ অথবা গাছ উপহার পাবে।
তারিখ: ৭ ও ৮ জুন, ২০২৪
স্থানঃ আমতলা ও কে.আর মার্কেট, বাকৃবি, ময়মনসিংহ
সময়: বিকাল ৪:৩০টা -সন্ধ্যা ৭:৩০ টা (শুক্রবার)
সকাল ১১ টা - দুপুর ২ টা (শনিবার)
রেজিস্ট্রেশন লিঙ্ক: https://surveyheart.com/form/665f380527b06b2ee66a3471
বিশেষ দ্রষ্টব্য: প্রথম দুটি বিভাগে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করা আবশ্যক। তৃতীয়টির কোনো পূর্ব-রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই।
📌 কোন রেজিষ্ট্রেশন ফি প্রযোজ্য নয়।
📌 রেজিষ্ট্রেশন এর শেষ সময়: ১০ জুন,সোমবার,২০২৪
পুরস্কার: প্রতিটি সেগমেন্ট থেকে তিনজন অংশগ্রহণকারী (সেগমেন্ট ৩ ব্যতীত) আকর্ষণীয় পুরস্কার পাবেন।
যেকোন জিজ্ঞাসায় ইনবক্স করুন আমাদের অফিসিয়াল পেজে ।
পেইজ লিঙ্কঃ https://www.facebook.com/bangladeshagriculturalolympiad
অথবা ইমেইল: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.