বাকৃবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

দীন মোহাম্মদ দীনু: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর পদত্যাগ করায় বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. খন্দকার মো মোস্তাফিজুর রহমানকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ আগস্ট, ২০২৪ তারিখের পত্রের প্রেক্ষিতে বাকৃবি ডিন কাউন্সিলের গত ১৯.০৮.২০২৪ তারিখের সভায় গৃহীত সিদ্ধান্তমূলে মনোনীত এ বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান ডিন হিসেবে তাঁর কার্যকালের মেয়াদকাল অর্থাৎ ২৮.১০.২০২৪ তারিখ পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন।

এর আগে গত ১৯ আগস্ট শিক্ষা মন্ত্রানলয়ের উপসচিব মো শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাকৃবি ডিন কাউন্সিলের সদস্যদের আলোচনা ক্রমে একজন ডিনকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেওয়া হয়।