BVA-এর আয়োজনে রাজধানীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

রাজধানী প্রতিনিধি: "জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ভেটেরিনারী এসোসিয়েশন (BVA) একটি সচেতনামূলক র্যালি ও আলোচনা সভার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের লক্ষ্য হল, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক পুরোপুরি নির্ণয় করা। এছাড়া প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সমন্বয় করে কাজ করে তাহলে এ রোগ দ্রুত নির্মুল হবে। তিনি আরও বলেন, মানুষের ভিতরে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা আরও বাড়াতে হবে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন Dr. KHM Nazmul Hussain Nazir, Professor and Head, Department of Microbiology and Hygiene, Bangladesh Agricultural University. তিনি বলেন, বাংলাদেশে মোট কুকুরের সংখ্যা প্রায় ১৭ লক্ষ, বার্ষিক জলাতঙ্ক জনিত মানুষের মৃত্যু হয় প্রায় দুই হাজারেরও বেশি। তিনি আরও বলেন জলাতঙ্ক নিয়ন্ত্রণে জাতীয় কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন জরুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক সভাপতিত্ব করেন বাংলাদেশ ভেটেরেনারী এসোসিয়েশন এর আহবায়ক ডাঃ সফিউল আহাদ সরদার ‌(স্বপন)।