এগ্রিলাইফ২৪ ডটকমঃ আজ (শুক্রবার ২৫/১০/২০২৪) সকাল ১০:০০টায় শুরু হচ্ছে কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪। বাংলাদেশের ১১ টি বিশ্ববিদ্যালয়ে ৭৫০১৭ জন শিক্ষার্থীকে নিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোল নং ১০০০১ থেকে ২২৬৩৪ (১২৬৩৪ জন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মযমনসিংহ; রোল ২২৬৩৫ থেকে ২৯৬৩৪ (৭০০০ জন) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; রোল ২৯৬৩৫ থেকে ৩৭১৩৪ (৭৫০০ জন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; রোল ৩৭১৩৫ থেকে ৬২৪৯৯ (২৫৩৬৫ জন) ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা; রোল ৬২৫০০ থেকে ৬৬৪৯৯ (৪০০০ জন) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; রোল ৬৬৫০০ থেকে ৬৮৪৯৯ (২০০০ জন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, পাহাড়তলী চট্টগ্রাম; রোল ৬৮৫০০ থেকে ৭২৬১৬ (৪১১৭ জন) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; রোল ৭২৬১৭ থেকে ৭৬৮২৬ (৪২১০ জন) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; রোল ৭৬৮২৭ থেকে ৭৮৮২৬ (২০০০ জন) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; রোল ৭৮৮২৭ থেকে ৮৩৯৬৬ (৫১৪০) খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এবং রোল ৮৩৯৬৭ থেকে ৮৫০১৭ (১০৫১জন) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।
এবছর বাংলাদেশের ৯টি কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রতিনিধিত্ব করছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।