শেকৃবি’র উপাচার্যের সাথে কানাডিয়ান হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার এন্ড কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাস ডেস্কঃ আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর সাথে কানাডিয়ান হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার এন্ড কাউন্সিলর ডেবরা বয়েস উপাচার্যের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

মতবিনিময়কালে কানাডিয়ান হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার এন্ড কাউন্সিলর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম, উচ্চতর প্রশিক্ষণ, মানব সম্পদ উন্নয়নে শিক্ষক ও ছাত্র বিনিময় কার্যক্রম এবং গবেষণা সুবিধা বিনিময় ব্যাপারে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো: আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম, কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও ল্যাংগুয়েজ বিভাগের অধ্যাপক মোঃ আখতার হোসেন। কানাডিয়ান হাই কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেড কমিশনার মোঃ কামাল উদ্দিন।