খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ডিসিপ্লিনের সলিডারিডাডের কার্যক্রম পরিদর্শন

এগ্রিলাইফ২৪ ডটকমঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ৩য় বর্ষের ২য় টার্মে অধ্যয়নরত শিক্ষার্থীরা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণের মাঠ পর্যায়ের কর্মকান্ড পরিদর্শন করেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর ডুমুরিয়া ওয়াটার ক্লাস্টার অফিসার শুক্লা মন্ডল সলিডাডিাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণের উদ্যোগে বাস্তবায়িত ফসল প্রদর্শনী, ট্রায়াল ও পুনঃখননকৃত খাল শিক্ষার্থীদের সরেজমিনে প্রদর্শন করানো হয়।

মাঠ পরিদর্শন শেষে সলিডারিডাড স্থাপিত ডুমুরিয়ার ভিলেজ সুপার মার্কেটের প্রশিক্ষণ কক্ষে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, প্রোগ্রাম অফিসার মোঃ তৈয়বুর রহমান ও উত্তরণের ট্রেনিং অফিসার কৃষিবিদ নাবিলা আজহার সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পটভূমি ও কার্যক্রম ব্যাখ্যা করেন।

বিজিই ডিসিপ্লিনের ৩৮ জন শিক্ষার্থী মাঠ পরিদর্শনে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা কার্যক্রম দেখে উৎসাহ প্রকাশ করেন এবং তাদের কর্মজীবনে উপস্থাপিত প্রযুক্তি বিস্তারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। একই সাথে শিক্ষর্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডুমুরিয়ার কার্যক্রমও প্রত্যক্ষ করেন।