এগ্রিলাইফ২৪ ডটকমঃ রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাব কর্তৃক একটি বিশেষ সভার আয়োজন করা হয়, যা ৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যায় ঈশ্বরদী, পাবনার গ্রিন সিটিতে অনুষ্ঠিত হয়। এই সভায় অংশগ্রহণ করেন রোটারি ক্লাব ঈশ্বরদীর সদস্যবৃন্দ, বিশেষ করে রোটা. মোঃ আবু সাঈদ লিটন ও মোঃ সাজেদুর রহমান এবং রোটারি ক্লাব ঢাকা ফোর্ট থেকে রোটা. নাহিদ সুলতানা রিটা। রোটা. সাব্বির ভাইয়ের আমন্ত্রণে প্রগতি হেলথ সার্ভিসেস, রূপপুর, ঈশ্বরদীর শুভ উদ্বোধন এবং রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের ৫৯তম নিয়মিত সভার কিছু বিশেষ মুহূর্তের সাক্ষী হন অংশগ্রহণকারীরা।
এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রোটারি ক্লাব ঈশ্বরদীর রোটারিয়ান সদস্যবৃন্দ এবং রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের স্পন্সরিং ক্লাব, ঢাকা ফোর্টের রোটা. রিতা আপা। এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুইজন রাশিয়ান কর্মকর্তা রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন, যা এই সভায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
বিশেষ ধন্যবাদ জানানো হয়েছে রোটা. রিতা এবং রোটা. সাব্বিরকে, যারা আমাদের আমন্ত্রণ জানিয়ে আন্তরিক আতিথেয়তার মাধ্যমে এই সভা আয়োজন করেছেন এবং ক্লাবের নিয়মিত সভা আয়োজনের স্থান হিসেবে তাদের উদ্যোগ গ্রহণ করেছেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সেন্ট্রাল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটা. শিউলি হাসান, আইপিপি ড. মোঃ হেমায়াতুল ইসলাম আরিফ, সিপি হাসিবুল হাসান নান্নু, পিই মোঃ মিজানুর রহমান, মেম্বারশিপ কমিটির পরিচালক ড. মোঃ গোলাম মওলা, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল হক, জয়েন্ট ট্রেজারার রোটা. ডা. তাহসিনা শামিম তাসু, রোটা. সাব্বির হোসেন এবং রোটা. ড. মোহাম্মদ ফকরুল ইসলাম।
এছাড়াও, নতুন সদস্য হিসেবে রোটা. ফালকয়স্কায়া ভল্হা এবং রোটা. বাইজিদ আহমেদ তাদের পরিবারসহ সভায় অংশগ্রহণ করেন। সভায় পাস্ট ফাস্ট লেডি মাহবুবা হাসিন, আসন্ন ফাস্ট লেডি নাজেয়া ইসলাম, মোহাম্মদ আরশাদ হাসান ও প্রকৃতি উপস্থিত ছিলেন।