শেকৃবিতে "কৃষিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রুমিং " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকমঃ বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় আজ রবিবার (১০ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে "কৃষিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্যারিয়ার গ্রুমিং'’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ এর ডীন প্রফেসর ড. সালাউদ্দিন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল লতিফ।

কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো: তাজুল ইসলাম চৌধুরীর’র সঞ্চালনায় কর্মশালায় বিশেষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: বেলাল হোসেন ও ট্রেজারার প্রফেসর মো: আবুল বাশার।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো: আরফান আলী ও ব্র্যাক-ক এর হিউমেন রিসোর্স ডিভিশন এর ম্যানেজার নাদিয়া আফরিন। ক্যারিয়ার গ্রমিং সেশনে চাকুরির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজার এসোসিয়েট ডিরেক্টর মো: আজিজুল হক, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (সেলস্) মো: আবুল মনসুর ও হিউমেন রিসোর্স ডিভিশন এর ডিজিএম সৈয়দ ইবনে রাশেদ।

কর্মশালায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের মাস্টার্সের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।