শেকৃবিতে ভেটেরিনারি ইন্টার্ণশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকমঃ আজ ১০ নভেম্বর (রবিবার) বেলা ১২টা ৩০মিনিটে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।

ছয় মাসব্যাপী এই ইন্টার্ণশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের ১০০ জন শিক্ষার্থী ৫জন করে ২০টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করবেন। ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল লতিফ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, যেকোনো শিক্ষার্থীকে গ্রাজুয়েট হওয়ার জন্য ইন্টার্নশিপ খুবই প্রয়োজন। তবে সকল বিষয়ে এখনো ইন্টার্নশিপ না থাকলেও ভেটেরিনারি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধি করার জন্য ইন্টার্নশিপ একটি ভালো সুযোগ। দক্ষ ভেটেরিনারিয়ানদের হাত ধরেই দেশে আমিষের চাহিদা পূরণ হচ্ছে। নিরাপদ আমিষ চাহিদা মেটাতে তারা কাজ করছে। আশা করি শিক্ষার্থীরা ইন্টার্নশিপের মাধ্যমে সব প্লেসমেন্ট থেকে ভালো কিছু শিখে আসবে, নতুন নতুন বিষয় হাতে কলমে শিখবে। সকল বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যাবে, একজন দক্ষ ভেটেরিনারি ডাক্তার হয়ে দেশ ও জাতির উন্নয়নে অংশ নিবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মুহাম্মদ আবুল বাশার, এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি'র এগ্রো ভেট এন্ড ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ মো: আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. আল-নূর-মো: ইফতেখার রহমান । ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো: রাশেদুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য। শুধু পাঠ্যপুস্তকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং পারদর্শিতার জন্য যথেষ্ট নয়। বাস্তবিক জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে যা এই প্রোগ্রামের মাধ্যমে অর্জন করার সুযোগ তৈরি হয়। আশা করছি আমাদের শিক্ষার্থীরা এই ইন্টার্ণশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রায়োগিক জ্ঞান অর্জন করবে ও নতুন যাত্রাকে সমৃদ্ধ করবে।