সুস্থ ও সুন্দর জীবনযাপনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক-শেকৃবি ভিসি

এগ্রিলাইফ২৪ ডটকমঃ শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক । পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায় মনোযোগী হলে সুস্থ ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হবে। এভাবেই শিক্ষার্থীরা পরবর্তী জীবনে দেশের একটি সম্পদে পরিণত হবে।

আজ ১৩ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে চারটায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেট-সাইন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রি অনুষদের গ্যালারি সেমিনার রুমে অত্র অনুষদের স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক স্পোর্টস এন্ড কালচারাল প্রোগ্রাম ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ আব্দুল লতিফ এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ বেলাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এনিমেল হেলথ-এর বিজনেস হেড ডা. মো: আমজাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন এনাটমি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল মাসুম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম।

সম্মানিত অতিথির বক্তব্যে এসিআই এনিমেল হেলথ-এর বিজনেস হেড ডা. মো: আমজাদ বলেন, তারা সব সময় সমাজের বিভিন্ন গঠনমূলক এবং কল্যাণকর কাজে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে তারা সর্বোতোভাবে সহযোগিতা করেছেন। এসিআই এনিমেল হেলথ বিশ্বাস করে শিক্ষাগত জ্ঞানের সাথে সাথে কো কারিকুলাম অ্যাক্টিভিটি বিশেষ করে খেলাধুলা সহ অন্যান্য কার্যক্রম একজন শিক্ষার্থিকে তার মেধা ও মননকে বিকাশ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা একজন সফল পেশাজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করতে পারেন।

পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।