এগ্রিলাইফ২৪ ডটকম: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল ৩১শে মে রোজ শুক্রবার, "এগ্ৰিকালচারাল অলিম্পিয়াড সিজন ৩ আয়োজনে BAO সহযোগীতায় FAO Bangladesh" এর ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অয়োজিত হবে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।
আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, FAO Bangladesh এর প্রতিনিধিবৃন্দ, সায়েন্টিস্টসহ আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। পাশাপাশি আরো থাকবেন এসময়ের জনপ্রিয় দুজন মিউজিয়ান "কোনো এক রূপকথার জগতে" খ্যাত অবন্তী দেব সিঁথি এবং কোক স্টুডিওর "মা লো মা " খ্যাত সাগর দেওয়ান।
এর আগে গত ১৮ মে, ২০২৪ - অত্যন্ত প্রত্যাশিত এগ্ৰিকালচারাল অলিম্পিয়াডের তৃতীয় সিজন এর দ্বিতীয় রাউন্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যা সারা দেশে এগ্ৰিকালচারাল স্টুডেন্ট এবং প্রফেশনালদের কাছ থেকে উল্লেখযোগ্য দৃষ্টি আকর্ষণ করেছে, এখন আগামীকাল নির্ধারিত ফাইনাল রাউন্ডের সাথে তার রোমাঞ্চকর সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
এই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণকারীদেরকে এডভান্স থিওরিটিকাল এবং প্র্যাকটিক্যাল সমসাময়িক সমস্যা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। এই রাউন্ডের সর্বোচ্চ স্কোরাররা ফাইনাল রাউন্ডে তাদের স্থান অর্জন করেছে, যেখানে তারা এগ্ৰিকালচারাল অলিম্পিয়াড চ্যাম্পিয়নের কাঙ্ক্ষিত শিরোনামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
ফাইনাল ইভেন্টে প্রতিযোগীদের জন্য একটি সারপ্রাইজ টেস্ট থাকবে।ফাইনাল রাউন্ডের মার্কস এর সাথে দ্বিতীয় রাউন্ডের মার্কস যোগ প্রতি ক্যাটাগরিতে ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রতি ক্যাটাগরিতে ৩ জন এবং মোট ৮ ক্যাটাগরির ( এগ্রিকালচার, অ্যানিম্যাল প্রোডাকশন, অ্যানিম্যাল হেলথ অ্যান্ড বায়োসিকিউরিটি, ফিশারিজ, এগ্রিকালচারাল ইনোভিশন অ্যান্ড টেকনোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, এগ্রিবিজনেস অ্যান্ড এগ্রিকালচারাল ইকোনোমিকস এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স) ওপরে ২৪ জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এবারের সিজনের পর্দা নামবে।
পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট, সার্টিফিকেট, বই, টি-শার্টসহ আরও অনেক উপহার সামগ্রী । ইন্ডাস্ট্রিয়াল ট্যুর এবং ইন্টার্নশিপ অফার এবারের সিজনে প্রতিযোগীদের জন্য একটি নতুন মাত্রা যোগ করেছে যা তাদেরকে আরও আগ্রহী ও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করার সুযোগ প্রদান করবে।
উল্লেখ্য,এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৩- এর পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে সোনালী বায়োপ্লাস্টিকস, ফসল ডট কম, সাদিক এগ্রো, গ্রিন মি।
অন্যান্য স্পনসর ও পার্টনাররা হলো গ্রামীণ ড্যানোন, প্রাণ, ড্যানকেক, কাজী অ্যান্ড কাজী টি, ইকো কাটলার, ৯৬.৪ স্পাইস এফএম, সময় টিভি, ঢাকা পোস্ট, এগ্রিলাইফ২৪ ডটকম, খবরের কাগজ, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, বিজ্ঞানচিন্তা, বাংলাদেশ পোল্ট্রি অ্যান্ড ফিশ, ওয়েব হোস্ট বিডি, এগ্রিভেঞ্চারস লিমিটেড, সারা বাংলা কৃষক সোসাইটি, ফিল আপ, ইউনিক কেনাকাটা, ইয়ুথপ্রিনিউর নেটওয়ার্ক, ক্রিয়েটিভ লেন্সেশন বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, স্যাভয়, মেঘডুবি এগ্রো ।