কোরবানী থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম?

ইসলামিক ডেস্ক: কোরবানি ঈদ শেষ হয়ে গেল এখনো অনেকের ঘরে ঘরে ঈদের আমেজ আছে। কিন্তু কোরবানি থেকে আমরা কি শিখলাম কি শিক্ষা গ্রহণ করলাম? সমাজকে কি শিক্ষা দিলাম এসব প্রশ্নই এখন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে। কোটি কোটি টাকার গরু কোরবানি লাখ লাখ টাকা দামের ছাগল এসব দেখে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিখাচ্ছি।

কোরবানি আমাদেরকে আল্লাহ তাআলার জন্য আত্মত্যাগ ও নিজ স্বার্থ বিসর্জনের শিক্ষা দেয়। কোরবানি থেকে আমরা তাকওয়ার শিক্ষা পাই। ধৈর্য ধারণের শিক্ষা পাই। আদতে আমরা সে শিক্ষা কতটুকু অর্জন করতে পেরেছি?

মুমিন-মুসলমানের জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহভীতি ছাড়া সবকিছু গুরুত্বহীন। তাকওয়া-আল্লাহভীতি ব্যতীত কোটি টাকা খরচ করে কোরবানি দিলেও তাতে কোনো লাভ হবে না। কারণ, আল্লাহ বান্দার তাকওয়া দেখেন কোটি কোটি টাকার গরু, লাখ লাখ টাকা দামের ছাগল এসব  দেখেন না। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহতায়ালার কাছে তার (কোরবানির) গোস্ত ও রক্ত পৌঁছে না, তবে তাঁর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে। (সুরা হজ : ৩৭)।

তাই এখন সময় এসেছে সামাজিকভাবে কোরবানির তাৎপর্য সহ ইসলামের সকল কিছু নিয়ে মেনে চলা এবং সে অনুযায়ী নিজের জীবন গড়া। এবারের কোরবানির ঈদ নিশ্চয়ই সে বিষয়ের আলোকে অনেক তাৎপর্যপূর্ণ। অনেকেই কোটি কোটি টাকা দামের গরু কোরবানি দিচ্ছেন আবার অনেকের ঘরে ঠিকমতো একবেলা গরুর গোস্ত খাওয়া হচ্ছে না ! ইসলাম আমাদের সব সময় সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আসুন আমরা সঠিক নিয়মে ইসলামের বিধি-বিধানগুলো মেনে চলি। নিশ্চয়ই পরম করুণাময় অসীম দয়ালু ও ক্ষমতাবান।-আমিন