ইসলামিক ডেস্ক: হিজরি সনের প্রথম মাস হলো মহররম। হিজরি সন গণনা করা হয় সন্ধ্যার পর থেকে। নতুন আরবি বছর; ১৪৪৬ হিজরির আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে (০৪ মহররম) । বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করেই হিজরি সনের শুভ সূচনা লাভ হয়।
হিজরি বছরের শেষ মাস এবং শুরুর মাস অনেক মর্যাদা ও ফজিলতের মাস। তাই এ হিজরি বছরের শেষ এবং নতুন বছরের প্রথম রাত ও দিন বিগত দিনের গোনাহ মাফ এবং আগামী দিনের কল্যাণ লাভের এক মর্যাদপূর্ণ সময়। মুমিন মুসলমানদের নামাজ, রোজা, হজ, জাকাত, শবেবরাত, শবেকদর, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ ধর্মীয় বিষয়াবলির জন্য হিজরি সনের হিসাব অপরিহার্য।
হিজরি নববর্ষে পরম করুণাময় মহান আল্লাহতায়ালার দরবারে আমরা কায়মন বাক্যে মোনাজাত করি- হে মহান রাব্বুল আলামিন মুসলিম উম্মাহ্ সহ মানবজাতির প্রতি আপনি রহমত বর্ষণ করুন। ১৪৪৬ হিজরি আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি - আমিন।