সাম্য, শান্তি ও সম্প্রীতিই ইসলামের অনুপম সৌন্দর্য

ইসলামিক ডেস্ক: মানবতার ধর্ম ইসলাম যেখানে রয়েছে অনাবিল সুখ ও শান্তি। দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণের জন্য ইসলামের আগমন। সাম্য, শান্তি ও সম্প্রীতিই ইসলামের একটি অনুপম সৌন্দর্য। আল্লাহ বলেন, পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে প্রয়াসী হয়ো না। (কারণ কি জানো?) কারণ আল্লাহতায়ালা অনর্থ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। (সূরা কাসাস, আয়াত-৭৭)।

মুমিন মুসলমানের উচিত আল্লাহতায়ালার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। আল্লাহ বলেন, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গতভাবে সাক্ষ্যদান কর অর্থাৎ বিচারকের কাছে সত্য সাক্ষী দাও। (সূরা নিসা, আয়াত ১৩৫)।

আসুন আমরা ইসলামের অনুপম আদর্শে বলীয়ান হয়ে দেশ ও সমাজে শান্তি শৃংখলা বজায় রাখি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকল ক্ষেত্রে অশেষ রহমত ও বরকত নাযিল করবেন।-আমিন