ইসলামে জুলুম, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচারের কোনো স্থান নেই

ইসলামিক ডেস্ক: ‘ইসলাম অর্থ হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সাম্প্রদায়িকতা, জুলুম, নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচারের কোনো স্থান নেই। যারা প্রকৃত পক্ষে ইসলামি শিক্ষায় শিক্ষিত তারা কখনোই অন্যের উপর জুলুম-নির্যাতন করতে পারেন না। জুলুম একটি মহাপাপ। একটি মারাত্মক কবিরা গুনাহ। যার গন্তব্য হলো জাহান্নাম।

পবিত্র কোরআনে উল্লেখ আছে, জুলুমের কারণে পৃথিবীর প্রাচীন শক্তিধর ছয়টি জাতি কওমে নুহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লুত, কওমে ফেরাউন ও আহলে মাদইয়ান আল্লাহর আজাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। অথচ আমরা বর্তমান সময়ে দেখি দেশের নামিদামী বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিতে আসা কতিপয় শিক্ষার্থি জুলুম-নির্যাতন করে মানুষ হত্যা করছে। অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অমানরিক ও নিষ্ঠুর ঘটনা আমাদের ব্যথিত করে তুলেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুলুম কিয়ামতের দিন অন্ধকাররূপে আবির্ভূত হবে।’ (বুখারি: ২৪৪৭)

শান্তি, নিরাপত্তা ও সফলতার জন্য জুলুম থেকে নিজেদের বিরত থাকা প্রয়োজন। জুলুম মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যারা প্রকৃত পক্ষে ইসলামি শিক্ষায় শিক্ষিত তারা কখনোই অন্যের উপর জুলুম চালাতে পারে না। মহান রাব্বুল আলামিন আমাদের এ দেশে শান্তি প্রতিষ্ঠায় দেশের উপর রহমত বর্ষন করুন।-আমিন