ইসলামিক ডেস্ক: "আশুরা"-হিজরি বর্ষের প্রথম মাস মহররমের দশম দিন। ইসলামি ইতিহাসে এ দিনের গুরুত্ব অনেক। শুরুতে আশুরার রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। তবে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা সুন্নত হয়ে যায়।
রাসূলুল্লাহ (সা.) বলেন, “আশা করি, আশুরার রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।” (সহিহ মুসলিম)। তবে কেবল ১০ মহররম নয়, বরং বিদ্বেষ এড়াতে এবং ইহুদিদের সঙ্গে সাদৃশ্য না রাখার জন্য ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মহররম একত্রে দুই দিন রোজা রাখার প্রতি উৎসাহ দিয়েছেন তিনি।
আশুরার রোজা ইসলামী জীবনযাপনে আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুসলমানদের উচিত এ দিনটির গুরুত্ব অনুধাবন করে রোজা পালন করা এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া।
আশুরা আমাদের তাওহিদ, ত্যাগ ও তওবার শিক্ষা দেয়। এ দিনে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়াস হোক আমাদের সবার।