ধৈর্য ও ঈমান এই দুই গুণ চর্চা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: ইসলামে ধৈর্য (সবর) ও ঈমান (বিশ্বাস) জীবনের দুইটি গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। কুরআন ও হাদীসে বহুবার এ দুটি গুণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

ধৈর্য অর্থ কষ্ট ও বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রেখে সংযম ও সহনশীল থাকা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন” (সূরা বাকারা: ১৫৩)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “ধৈর্য হল ঈমানের অর্ধেক।”

অন্যদিকে, ঈমান হলো আল্লাহ, তাঁর ফেরেশতা, কিতাব, নবী, পরকাল ও তাকদিরে বিশ্বাস রাখা। একজন মুসলমানের জীবনে ঈমান হল সকল আমলের ভিত্তি। ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়।

ধৈর্য ও ঈমানের সম্মিলন একজন মানুষকে সত্যিকারের মু’মিন ও সফল জীবনধারার পথে পরিচালিত করে। আজকের চ্যালেঞ্জিং সময়ে এই দুই গুণ চর্চা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য।