আধুনিক কৃষিতে ডিজিটাল প্রযুক্তি "ডা.চাষী" এ্যান্ড্রয়েড এ্যাপস্

এগ্রিলাইফ২৪ ডটকম:ময়মনসিংহে ২৪-২৬ মার্চ আন্তর্জাতিক কৃষিজ প্রযুক্তি প্রদর্শনী ও কনফারেন্স-২০২২-এ অংশ গ্রহনকারী মদিনা টেক লিমিটেড ২০২০ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে " সময়,খরচ ও ফসল বাঁচান" এই স্লোগান নিয়ে কাজ করে চলছেন একদল তরুন কৃষিবিদ ও আইটি ইঞ্জিনিয়ার। যার মিশন হলোঃ ফসল ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা, ডিজিটালাইজেশন এবং স্বয়ংকৃত ডাটা চালিত কৃষিসেবা নিশ্চিত করা। এবং ভিশন হলোঃ খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনে কৃষক-কৃষানীদের ক্ষমতায়ন করা।

আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত "স্মার্ট ( ডিজিটাল) কৃষিতেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণ" এই স্লোগান বাস্তবায়নে " ডা. চাষী" কার্যকারী ও সফল ভূমিকা রাখবে। মদিনা টেক লিমিটেড এর প্রতিষ্ঠাতা বাংলাদেশের নারী উদ্যােক্তা আমেরিকা প্রবাসী মদিনা আলী "ডা.চাষী" ডিজিটাল এ্যান্ড্রয়েড এ্যাপস এর উদ্ভাবক।

কৃষকের জানালায় আসছে প্রযুক্তির আলো- তাই কৃষককে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের রোগ- বালাই সঠিক তথ্য ও সমাধান দিতে মদিনা টেক নিয়ে এলো- "ডা. চাষী" এ্যাপ। কৃষিক্ষেত, বাগান ও ছাদ বাগানের এই এ্যাপসের মাধ্যমে ফসলের আক্রান্ত অংশের ছবি তুললেই সাথে সাথে জানা যাবে-আপনার ফসলের কি রোগ বালাই হয়েছে। এর প্রতিকারে বালাইনাশক কি ? কি পদ্ধতিতে ব্যবহার করবেন ? এবং আশে-পাশে কোথায় পাবেন ? এর সকল ডিজিটাল সমাধান দিবেন "ডা.চাষী"। আপনার সময়, খরচ ও ফসল বাঁচান। আজই আপনার অ্যন্ড্রয়ড ফোনে "ডা.চাষী" এ্যাপ- ইনস্টল করুন।

মেলায় "ডা. চাষী" স্টল পরিদর্শন করেছেন মেলার আযোজক গ্রীন ইনোভেশন টেকনোলজি ফার্ম এর চেয়ারম্যান, মোঃ আফজাল হোসেন ভূইয়া, আরো পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মোঃ আশরাফ উদ্দিন, অতিরিক্ত পরিচালক, ময়মনসিংহ, ড. মোহিত কুমার দে, ডিডি, শেরপুর, মোঃ মতিউজ্জামান লাভলু, ডিডি, ময়মনসিংহ, তাহমিনা সদর উপজেলা কৃষি অফিসার এবং জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিঃ এর এমডি, জনাব ইরাদ আলী।

পরিদর্শনকারী সকল কর্মকর্তাগনই " ডা. চাষী " নিয়ে সন্তষ ও আশাবাদ প্রকাশ করেন এবং "ডা. চাষী" স্মার্ট কৃষিতে যথাযথ ও উপযুক্ত ভূমিকা রাখবেন বলে মত প্রকাশ করেন। সরাসরি কৃষক-কৃষানীদের কৃষি সেবা, পন্য বিপনন, নূতন প্রযুক্তি সম্প্রসারন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কার্যকারী ও সফল ভূমিকা রাখবে -"ডা.চাষী" এ্যান্ড্রয়েড এ্যাপস। এই এ্যাপস টি মূলতঃ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির মাধ্যমে কাজ করে। যাতে প্রযুক্তি সহসয়তা দিয়েছেন মদিনা ট্যাগ লিমিটেড এর একদল তরুন কৃষিবিদ ও আইটি ইঞ্জিনিয়ারগন। "প্রযুক্তি কৃষকের মুক্তি" আমার ফসলের আমিই ডাক্তার। তাই ব্যবহার করি "ডা.চাষী" এ্যাপস্।

সব ধরনের ইনফরমেশনই থাকবে "ডা. চাষী" এ্যাপে। এ এ্যাপ ব্যবহার করে তাৎক্ষনিক ভাবে আরও জানা যাবে, কৃষি আবহাওয়া, নেয়া যাবে কল সেন্টারের সহায়তা, জানা যাবে সংশ্লিষ্ট কাছের ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর। জানা যাবে প্রধান কৃষি পন্যের চলতি বাজার দর। এই এ্যাপস ব্যবহারের ফলে ; কৃষকের সময়-খরচ ও ফসল বাঁচবে। অর্থাৎ কৃষকের জানালায় প্রযুক্তির আলো। তথ্য
উপাত্ত জানিয়েছেনঃ সমীরন বিশ্বাস লিড এ্যাগরিকালচারিষ্ট এন্ড প্রডাক্ট কোঅর্ডিনেটর, মদিনা টেক লিমিটেড, ঢাকা।