বরিশালে কৃষি গবেষণা-সম্প্রসারণ বিষয়ক দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ-পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন বিষয়ক দুইদিনের কর্মশালা আজ বৃহস্পতিবার ২৫ মে শেষ হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ মে সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

বৈজ্ঞানিক কর্মকর্তা স্মৃতি হাসনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, গোপালগঞ্জের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম কামরুজ্জামান, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, ভোলার উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, ডিএই বরিশালের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, বরগুনার অতিরিক্ত উপপরিচালক এস এম বদরুল আলম, পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক আলী আজিম শরিফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা কৃষির নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করব। সেগুলো ডিএইর মাধ্যমে কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর তখনই কৃষকের মাঠে ব্যবহার হবে। এভাবে কৃষক, কৃষিবিজ্ঞানী এবং সম্প্রসারণবিদসহ কৃষি সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, কাজ করছি বলেই আমরা সম্মানিত হচ্ছি। তাই আগামী দিনে কৃষির কী সুযোগ আছে তা চিহ্নিত করে ব্যবস্থা নিলে সবার জন্য কল্যাণ হবে। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।