ঈদে সালামির টাকায় বৃক্ষরোপণের ব্যতিক্রমী উদ্যোগ মিশন গ্রিন বাংলাদেশের

Category: ফোকাস Written by Shafiul Azam

নিজস্ব প্রতিবেদক: ঈদ আমাদের উৎসবের সময়। ঈদের খুশিতে অনেকে আমরা সালামি দেই, অনেকে সালামি পাই। ঈদের আনন্দকে আরও দীর্ঘস্থায়ী করতে মিশন

গ্রিন বাংলাদেশ নিয়ে এসেছে ব্যতিক্রমী উদ্যোগ। ঈদের সালামি দিয়ে গাছ কিনে বন্ধু-বান্ধব, পরিবারের সবাইকে নিয়ে কিংবা পাড়ার বড়-ছোটদের নিয়ে নিজের বাড়ির আশেপাশে কিংবা এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে।

রবিবার (১৬ জুন, ২০২৪) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্যোগটির বিষয়টি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্ষাকাল চারাগাছ লাগানোর উত্তম সময়। আবার অনেকেই এ সময় ঈদের ছুটিতে নিজ বাড়ি কিংবা গ্রামে অবস্থান করছেন। ছুটির এ সময়টিতে সালামীর টাকায় প্রত্যেকেকে বৃক্ষরোপণের আহবান জানানো হয়েছে মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে।

মিশন গ্রিন বাংলাদেশের আহবায়ক আহসান রনি বলেন, 'ঈদে সালামির প্রচলন আবহমানকালের। ঈদের সালামি আপনারা হয়তো পরিবারের অনেককেই দিচ্ছেন; সমাজের জন্যও কিছু সালামি দিন। সালামি হিসেবে গাছ উপহার দিন কিংবা সেই টাকাটি দিয়ে গাছ রোপন করুন পরিবারের সবাই মিলে। আর আপনি যদি সালামি পেয়ে থাকেন, সেই টাকাটির একটি অংশ দিয়ে কিছু গাছ কিনে পরিবার বা বন্ধুদের সাথে নিয়ে লাগিয়ে দিন ঈদের সময়ে। সালামির টাকা দিয়ে যদি আমরা চারাগাছ কিনে রোপণ করি, তাহলে এটি আরো লাভজনক হবে। এটির কারণে একদিকে যেমন দ্রুত সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে অন্যদিকে এই গাছগুলো কয়েক বছরের মধ্যে লাখ লাখ টাকার সম্পদে পরিণত হবে। এমনকি যাদের চারাগাছ লাগানোর সুযোগ নেই, তারা মিশন গ্রিন বাংলাদেশকে চারাগাছ উপহার দিতে পারেন। সারাদেশের মিশন গ্রিন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা সেগুলো রোপণ ও রোপণ পরবর্তী পরিচর্যার ব্যবস্থা করবে।'

মিশন গ্রিন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর কৃৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, 'বর্ষাকাল গাছ লাগানোর উত্তম সময়। এই বর্ষাকালে আরেকটি বাড়তি পাওয়া হলো ঈদ। ঈদের ছুটিতে আমরা প্রত্যেকেই বৃক্ষরোপণে সামিল হতে পারি। আমরা মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি সারাদেশে এই বর্ষামৌসুমে কমপক্ষে ১০ লক্ষ বৃক্ষ রোপণ করা এবং ১৮ কোটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহী করা। তারই অংশ হিসাবে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। ঈদের সালামির টাকায় বৃক্ষরোপণ এটি আমাদের এমনি একটি অনন্য উদ্যোগ। মিশন গ্রিন বাংলাদেশের মাধ্যমে আমরা নিজেরা যেমন বৃক্ষরোপণ করছি, পাশাপাশি সবার মাঝেই বৃক্ষরোপণের সচেতননতা ছড়িয়ে দিচ্ছি।'