কৃষি মন্ত্রণালয়ের নতুন স‌চিব ড. এমদাদ উল্লাহ মিয়ান

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি মন্ত্রণালয়ের নতুন স‌চিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব), ভৌত অবকাঠামো বিভাগ ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। আজ বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, কৃষি মন্ত্রণালয়ের সচিব হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন বেগম ওয়াহিদা আক্তার। বুধবার বুধবার (১৪ আগস্ট) বিকে‌লে জনপ্রশাস‌নের এক প্রজ্ঞাপ‌নে তার চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বা‌তিল ক‌রা হয়।