ডিএই মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোঃ ছাইফুল আলম

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোঃ ছাইফুল আলম। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ ছাইফুল আলমকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো। ডিএই’র উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।