বরিশালে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Category: ফোকাস Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল) : ছাত্র-শিক্ষক-কৃষকভাই ; ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে বরিশালের শুরু হলো ইঁদুর নিধন অভিযান ২০২৪। আজ জেলা প্রশাসকের সভাকক্ষে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ( শস্য) মো. রেজাউল হাসান। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা, কৃষক ও ছাত্র মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, একদিকে জমি কমছে। অন্যদিকে বাড়ছে মানুষের সংখ্যা। তাই খাদ্যের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এমন পরিস্থিতিতে যদি উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই খাবারের ঘাটতি দেখা দেয়। আর এই অবস্থার জন্য ইঁদুর সবচেয়ে বেশি দায়ী। তবে আমরা যদি এই ক্ষতিকর প্রাণীকে দমন করতে পারি। তাহলে আমাদের দেশের চাষকৃত ফসল দিয়ে আভ্যন্তরীণ চাহিদা মিটানো সম্ভব হবে।। পাশাপাশি বাড়তি অংশ বিদেশেও রফতানি করতে পারবো।