ডিজিটাল পদ্ধতিতে কৃত্রিম প্রজননের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অ্যান্ড্রয়েড অ্যাপস চালু উপলক্ষে পাইলটিং কর্মসূচির উদ্বোধন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: USAID এর অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও এসিডিআই ভোকার যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রোগ্রামের অংশ হিসেবে সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে "ডিজিটাল পদ্ধতিতে কৃত্রিম প্রজননের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অ্যান্ড্রয়েড অ্যাপস" চালু উপলক্ষে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বয়জার রহমান, পরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান (তুহিন), পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডাঃ মেহেদী হাসান ভুঁইয়া, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ সফিকুর রহমান (শশী), উপপরিচালক (পরিসংখ্যান) , কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, জনাব মোঃ ইসমাইল হোসেন উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র নারায়ণগঞ্জ, ডাঃ সজল কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।