রাজশাহীতে বিএমডিএ, বিএডিসি ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Category: ফোকাস Written by Shafiul Azam

মো: এমদাদুল হক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সম্মেলেন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুল ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, সম্প্রসারণ অধিশাখা, জনাব দীপংকর বিশ্বাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ উম্মে ছালমা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত), প্রকল্প পরিচালক এস এম হাসানুজ্জামান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি তিনি জানান, রাজশাহী অঞ্চলের কৃষিতে দানা ফসল, শাক সবজি, ফলমূলে আবাদ বাড়ছে যা প্রশাংসার যোগ্য। চাষাবাদ করে চাষিগণ লাভবান হচ্ছে; এজন্য শিক্ষিত তরুনেরা এ পেশায় যুক্ত হচ্ছে। এধারা গতিশীল করতে তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে। ডিএই, বিএমডিএ, বিএডিসি, পল্লী বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য স্ব-স্ব দপ্তরের মতামত শুনেন এবং তাদের সেবা নিশ্চিত করতে অনুরোধ জানান। এছাড়াও তাদের স্ব-স্ব দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ডিএই, বিএমডিএ, বিএডিসি, পল্লী বিদ্যুৎ আলোচনা করেন।

মতবিনিময় সভায় কৃষি সংশ্লিষ্ট দপ্তর, সংস্থাসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। এছাড়াও প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, দীপংকর বিশ্বাস ও অতিরিক্ত পরিচালক, রাজশাহী অঞ্চল, রাজশাহী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের উপকারভোগী চাষিদের সাথে গোদাগাড়ীর বসন্তপুরে মতবিনিময় করেন, পলিনেট হাউজ পরিদর্শন, ড্রাগন ফলের বাগানসহ রাজশাহী জেলার কৃষির কার্যক্রম পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন শেষে গোদাগাড়ী উপজেলায় কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।