ব্রিতে মহান বিজয় দিবস উদযাপন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ব্রির কৃষিতত্ত্ব বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. শহীদুল ইসলাম।

এরপর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। পরে ব্রি মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক। পরে ব্রির অবসরপ্রাপ্ত ও কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসব কর্মসূচীতে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আব্দুল লতিফ, উচ্চশিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, মহান বিজয় দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মো. আনোয়ারুল হকসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উপলক্ষে ব্রির জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে (মন্দির, গীর্জা ও প্যাগোডা) প্রার্থনার আয়োজন করা হয়। ব্রির প্রধান কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ব্রি হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ব্রির সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভবন ও সড়কগুলোতে তিন দিন ব্যাপী আলোকসজ্জ্বা করা হয়েছে। এছাড়া ব্রির অফিস এলাকার সড়কদ্বীপে রংবেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে।