প্রাণিসম্পদের উন্নয়নমূলক কার্যক্রমকে বেগবান করতে হবে

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:নারায়ণগঞ্জ জেলার সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষ উৎপাদনে জেলা প্রাণিসম্পদ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলার প্রত্যেকটি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণ নতুন উদ্যোক্তা ও বিজ্ঞানভিত্তিক খামারী তেরীতে নিবিড়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ কার্যক্রমকে আরো বেগবান করার আহ্বান জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানোর এসব কথা বলেন, মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আঃ মান্নান মিয়া। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

তিনি বলেন, প্রতিটি উপজেলায় নতুন উদ্যোক্তা ও খামারী তৈরি করতে হবে। এসব লক্ষ্য বাস্তবায়ন সফল হলে একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা সফল হব। দেশীয় মুরগি টিকিয়ে রাখতে সচেষ্ট থাকতে হবে কারণ এটি আমাদের একটি ঐতিহ্য। দেশীয় মুরগি পালনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে বলেন, ড. মোঃ আবু সুফিয়ান।

ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনগণ উপস্থিত ছিলেন।