DLS-এর নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত মহাপরিচালক ডঃ মোঃ আবু সুফিয়ান-এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন প্রতিনিধিদল।

বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ আফসার আলী এর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি- এস এম শফিউল হোসেন (আরিফ), সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ হারুনুর অর রশিদ,মহাসচিব- মোঃ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক- মিজানুর রহমান সহ ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ "ডিপ্লোমা ইন লাইভস্টক"স্টুডেন্টস ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক- আবিদ শাহরিয়ার আহমেদ ও সাংগঠনিক সম্পাদক-মোঃ রাকিবুল হাসান (রাকিব) প্রমূখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তার সুযোগ্য নেতৃত্বে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকান্ড আরো গতিশীল হবে এমনটাই আশা করেন বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।