ডিএলএস-এর নব-নিযুক্ত মহাপরিচালক কে ফুলেল শুভেচ্ছা জানালো-BDLSF

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের নব-নিযুক্ত মহাপরিচালক জনাব ড. মোঃ আবু সুফিয়ান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ"ডিপ্লোমা ইন লাইভস্টক" স্টুডেন্টস ফেডারেশন। আজ সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় BDLSF-এর প্রধান উপদেষ্টা- জনাব মোঃ আফসার আলী এর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন~ডাঃ মোঃ বয়জার রহমান-পরিচালক(প্রশাসন), ড.এ.বি.এম খালেদুজ্জামান-পরিচালক (উৎপাদন), ড. মোঃ মোস্তফা কামাল-পরিচালক (এল.আর.আই) ও ডাঃ মোঃ তারেক হোসেন-উপ পরিচালক(প্রশাসন)।
এছাড়াও উপস্থিত ছিলেন- BDLSF এর কেন্দ্রীয় কমিটির সভাপতি- আল ফরহাদ জীম, সাধারণ সম্পাদক-আবিদ শাহরিয়ার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি- মোঃ সাকিব হোসেন ও সাংগঠনিক সম্পাদক- মোঃ রাকিবুল হাসান (রাকিব)।