দেশব্যাপী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের শুভ সূচনা করলো "দি ভেট এক্সিকিউটিভ"

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ন্যায়ের শাসনের কান্ডারী খলিফা ওমর (রাঃ) অভাব, দুর্দশাগ্রস্ত, অসহায় মানুষের পরিস্থিতি স্বচক্ষে অনুধাবন করার জন্য রাত্রি নিশীথে লোকালয়ে ঘুরে বেড়াতেন। আমাদের চারিপাশে গৃহহীন, হত দরিদ্র, খোলা আকাশের নীচে অনাহারে অর্ধাহারে, প্রকৃতির সাথে লড়াই করে তীব্র শীতে জবুথবু হয়ে ক্লান্ত হয়ে তীব্র কষ্টে নির্ঘুম রাত কাটাচ্ছে। এসব মানুষের কষ্ট কিছুটা হলেও রাঘব করতে এগিয়ে এসেছে "দি ভেট এক্সিকিউটিভ "।

গতকাল ৯ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাত্রি দ্বিপ্রহরে সংসদ ভবন, কে আই বি, জিয়া উদ্যান ও টি এন্ড টি মাঠ সংলগ্ন এলাকায় গৃহহীন অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে "দি ভেট এক্সিকিউটিভ " দেশ ব্যাপী শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণের শুভ সূচনা করে।

কম্বল বিতরণ শেষে সংসদ ভবনের সামনে নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সেবামূলক কাজে করে নিজেদের আত্মতৃপ্তির কথা তুলে ধরেন। তারা বলেন, অসহায় মানুষদের মুখে এক মুঠো খাবার বা তাদের গায়ে একটা কম্বল জড়িয়ে দিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা বড্ড কঠিন। দেশব্যাপী ভেট এক্সিকিউটিভদের সুসংগঠিত করে ভেট প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মানবসেবা মূলক মহতীকর্ম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি ভেট এক্সিকিউটিভ সভাপতি ডাঃ মোঃ রেজাউল করিম মিয়া, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আল আমীন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ এম এ মান্নান মিয়া ও দি ভেট এক্সিকিউটিভ উপদেষ্টা ডাঃ মোঃ আনয়ারুল ইসলাম মঞ্জু।

এ মহতী জনকল্যাণমূলক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে যারা স্বপ্রণোদিত অংশগ্রহণ করেছেন , তারা হলেন দি ভেট এক্সিকিউটিভ এর সাংঠনিক সম্পাদক ডাঃ এইচ এম নাজমুল হক, সহ সভাপতি ডাঃ মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শাজাহান সাজু , যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ হাসানুজ্জামান তাপস, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম স্বরণ ও এক্সিকিউটিভ সদস্য ডাঃ সাইফুল ইসলাম তপু সহ আরও অনেকে।