"১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো: বাংলাদেশের পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়নের নতুন দিগন্ত"

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে বলেছেন, "পোল্ট্রি শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই শিল্পের মাধ্যমে আমরা কেবল পুষ্টির চাহিদা পূরণই করছি না, বরং লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি। 'Sustainable Poultry for Emerging Bangladesh' শ্লোগানকে ধারণ করে আমরা টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "এই মেলা পোল্ট্রি শিল্পের উন্নয়নে গবেষক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় বাড়াবে এবং বাংলাদেশের পোল্ট্রি খাতকে বিশ্বমানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" ড. সুফিয়ান মেলার আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এই আয়োজনের সফলতা কামনা করেন।

এই মেলার মাধ্যমে পোল্ট্রি শিল্পের নতুন প্রযুক্তি, গবেষণা এবং বিনিয়োগের সম্ভাবনাগুলি উঠে আসবে। এটি বাংলাদেশের পোল্ট্রি খাতকে আরও সমৃদ্ধ, নিরাপদ ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই আয়োজন পোল্ট্রি শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন তিনি। মেলাটি পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক মান অর্জনের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে।