রাজধানী প্রতিনিধি: বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন-এর উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মৎস্যবিদ মোঃ এনামুল হক। বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মৎস্যবিদ মোঃ কামরুজ্জামান শাহ্ স্বপন, সাধারণ সম্পাদক মৎস্যবিদ মোঃ রাশেদুজ্জামান দিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রফিকুজ্জামান (বকুল), মৎস্যবিদ সৈয়দ ফজলে রাব্বী, মৎস্যবিদ মোঃ আতিকুর রহমান, মৎস্যবিদ ইব্রাহীম খলিল, মৎস্যবিদ মাহবুবুল আলম, মৎস্যবিদ মো: মিজানুর রহমান, মৎস্যবিদ মোঃ সানাউল্লাহ, মৎস্যবিদ মীর রইসুজ্জামান সুমন, মৎস্যবিদ মাসুম বিল্লাহ তমাল, মৎস্যবিদ মোঃ আনোয়ার পারভেজ, মৎস্যবিদ মোঃ নাহিদ মাহমুদ, মৎস্যবিদ এএসএম সাদেকুর রহমান, মৎস্যবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্যবিদ মোঃ ওবায়দুল ইসলাম, মৎস্যবিদ রোকনুজ্জামান, মৎস্যবিদ মোঃ শহিদুল ইসলাম, মৎস্যবিদ মোঃ সবিরুজ্জামান সুমন মৎস্যবিদ মোঃ মাহবুবুর রহমান, মৎস্যবিদ মোঃ হারুন অর রশীদ, মৎস্যবিদ মোঃ মোশাররফ হোসেন মৎস্যবিদ মোঃ আহসানুল কবির সহ প্রায় ৩০ জন মৎস্যবিদ অংশগ্রহন করেন।
ইফতার পরবর্তী আলোচনা সভায় সংস্থার কার্যপরিধি, আঞ্চলিক কমিটির কার্যক্রম, নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলী, অফিস ও একাউন্টস পরিচালনা এবং সাধারণ ও আজীবন সদস্য নিবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, সদ্য প্রয়াত মরহুম নুরল ইসলাম খান বাবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মৎস্যবিদ মোঃ ওবায়দুল ইসলাম।
সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।