রাজধানী প্রতিনিধি: দেশের অন্যতম প্রাচীন পেশাজীবী সংগঠন, সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (SSSB)-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)-এ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যরা তাদের দায়িত্ব বুঝে নেন।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর ফার্মগেটের BARC অডিটরিয়ামে বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির নবনির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে ড. মো: মনোয়ার করিম খান এবং জেনারেল সেক্রেটারি হিসেবে SRDI এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী ও লেখক জনাব ড. মো: নুরুল হুদা আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন। পরে সকলে মিলে সমিতির ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি -১ প্রফেসর ড. মো: জহির উদ্দিন, সহ-সভাপতি -২ প্রফেসর ড. আক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক -১ ড. মো: বখতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক -২ প্রফেসর ড. এমএমআর জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ ড. ফরিদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর ড. মো: মিজানুর রহমান, নির্বাহী সদস্য হিসেবে ড. মো: শহিদুল ইসলাম, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো: জসিম উদ্দিন, প্রফেসর ড.মো: দেলোয়ার হোসেন, ড. মো: রফিকুল ইসলাম, ড. হাবিব মোহাম্মদ নাসের,প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া, ড. মো: মাহবুবুল আলম তরফদার, ড. মো: তারেক বিন সালাম ও ড. ফাতেমা নাসরিন জাহান নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নবনির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ মৃত্তিকা বিজ্ঞান ও কৃষির উন্নয়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং দেশের মৃত্তিকা সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা সকলেই দেশের আপামর মৃত্তিকা বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (SSSB) মৃত্তিকা বিজ্ঞানের অগ্রগতি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনটি আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।