"World Veterinary Day 2025" উপলক্ষে ভ্যাব-এর আয়োজনে নানা কর্মসূচী অনুষ্ঠিত

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: "World Veterinary Day 2025" উপলক্ষে ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) কতৃক আয়োজিত একটি র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় কেআইবিতে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ডা.আব্দুর রহিম, সহসভাপতি, ভ্যাব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.শফিউল আহাদ সরদার (স্বপন), আহ্বায়ক, বিভিএ, সঞ্চালনায় ছিলেন ডা.কবির উদ্দিন আহমেদ মহাসচিব, ভ্যাব।

আলোচনা সভার পুর্বে খামার বাড়ি সড়কে এক বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীতে অংশ নেন সকল পযার্য়ের ভেটেরিনারি পেশার সকল পযার্য়ের নেতৃবৃন্দ। র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনায় বক্তব্য রাখেন ডা.মান্নান মিয়া, আহবায়ক, ক্যাডার এসোসিয়েশন প্রানীসম্পদ, ডা.মওদুদ, ডিডি, ডিএলএস, ডা.তারেক হোসেন, সদস্য সচিব, বিভিএ, ডা. হারুন, ডাঃ রাব্বি ভেটেরিনারি সার্জন গাজীপুর, ডা.আলামীন, সহ সভাপতি ভ্যাব, ডা.মোজাম্মেল সোহেল, সিনিয়র যুগ্ম মহাসচিব, ডা.আলমগীর যুগ্ম মহাসচিব, ডা.শাজাহান, যুগ্ম মহাসচিব, ডা.নাজমুল, যুগ্ম মহাসচিব, ডা.পারভেজ, সাংগঠনিক সম্পাদক, ডা.জহির, দপ্তর সম্পাদক, ডা.তাজুল সাধারণ সম্পাদক রংপুর ভ্যাব চ্যাপটার, এছাড়াও বক্তব্য রাখেন ডা. ইলিয়াস,ডা, ইউনুছ আলী,.মঞ্জু ইউ এল ও, নারায়ণগঞ্জ, ডা.কামরুল, ইউ এল ও শ্রীনগর, ডা.সাওার, ইউ এল ও প্রমুখ।

আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিবাদ্য "Animal Health Takes a Team " বিষয় টিকে গুরুত্ব দিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনায় উঠে এসেছে সকল Stakeholders দের নিয়ে ঐক্য বজায় রেখে ভেটেরিনারি পেশার মান উন্নয়নে ভ্যাবের নেতৃত্বে অব্যাহত ভাবে কাজ করে যাবে এই প্রত্যয় ব্যক্ত করেন।

ডা.কবির উদ্দিন আহমেদ তার বক্তব্য তুলে ধরেন আজকের এই দিনের সূচনার ইতিহাস ও গুরুত্ব এবং অনতি বিলম্বে ডিএলএসে এন্টি লেভেলে ৬০০ পদ সৃৃজন করতে হবে। সভাপতির বক্তব্য ডা.আব্দুর রহিম সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শুরু করেন।

জাতীয় পর্যায়ে ভেটেরিনারি পেশার গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে আলোচনা করেন। পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে ডা.সফিউল আহাদ সরদার স্বপন ভেটেরিনারি পেশার সকল পযার্য়ের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং আজকের প্রতিপাদ্য বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করেন। বিশেষ গুরুত্ব আরোপ করেন ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভেটেরিনারি পেশার মান উন্নয়নে কাজ করার র্দঢ়প্রত্যয় ব্যক্ত করেন।