"রঙিন টিউব ভাড়ায় জীবিকা"-কক্সবাজার সৈকতের এক জীবনচিত্র

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার প্রতিদিনই দেশি-বিদেশি হাজারো পর্যটকে মুখরিত থাকে। পর্যটকদের বিনোদনের জন্য গড়ে উঠেছে নানা ধরনের পেশা ও সেবামূলক উদ্যোগ। তেমনই একটি চিত্র ধরা পড়েছে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সুগন্ধা পয়েন্টে। ছবিটি ধরা পড়েছে কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু মোহাম্মদের ক্লিকে।

সেখানে দেখা গেল এক ব্যক্তি পুরোনো গাড়ির টিউব রঙিন করে সাজাচ্ছেন। পরে সেগুলো ঘন্টা হিসেবে সাগরে সাঁতার কাটতে আসা পর্যটকদের ভাড়া দেওয়া হয়। সামান্য এ উদ্যোগই হয়ে উঠেছে তার জীবিকা নির্বাহের একমাত্র পথ।

প্রচলিত পর্যটনসেবার বাইরেও এই ধরনের ছোট উদ্যোগগুলো স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সৎপথে কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি হয়েছে যা নমাজের জন্য ইতিবাচক।