ফিশারিজ সেক্টরে বিদ্যুৎ বিল কমানোর উদ্যোগ নেয়া প্রয়োজন-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: সিভাসু ফিশ ফেস্টিভ্যালে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আকতার বলেন, মৎস্য খাতের উৎপাদন খরচ কমানো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিদ্যুৎ বিল কমানোর উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র উৎপাদন বাড়ালেই হবে না, মাছকে নিরাপদ খাদ্য হিসেবে নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আজ বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে ইউনিভার্সিটি (সিভাসু) আয়োজিত ফিশ ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তরুণদেরকে নিজেরাই উদ্যোক্তা হতে হবে। পাশাপাশি, মৎস্য খাতের টেকসই অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের সামাজিক অবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতি নিশ্চিত না করা গেলে এই সেক্টরে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে তিনি সতর্ক করেন। তিনি সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে ফিশারিজ সেক্টর নিরাপদ, আধুনিক ও লাভজনক হয়ে উঠতে পারে।

ফিশ ফেস্টিভ্যালে বক্তারা বলেন, বর্তমানে ফিশারিজ শিক্ষাক্রমে ‘ফিশ ফার্মাকোলজি’ কোর্স অন্তর্ভুক্ত রয়েছে। তাই মৎস্য গ্র্যাজুয়েটদের প্রেস্ক্রিপশন করার অনুমতি দেওয়া উচিত। তারা আরও বলেন, পূর্বের গ্র্যাজুয়েটদের জন্য স্বল্পমেয়াদি ফার্মাকোলজি কোর্স চালু করে তাদেরকেও এ অনুমতির আওতায় আনতে হবে। এছাড়াও, মৎস্য খাতের উন্নয়নে ‘ফিশারিজ কাউন্সিল’ গঠন, রেজিস্ট্রেশন প্রদান ও শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর ওপর জোর দেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসিআই এগ্রোলিংক লিমিটেড বিজনেস ডিরেক্টর সৈয়দ এম ইস্তিয়াক। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন এর সভাপতি এনাম চৌধুরী।নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান কাজল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিভাসুর মৎস্য অনুষদের ডিন ও ফিশ ফেস্টিভ্যাল ২০২৫-এর আহ্বায়ক প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।

উল্লেখ্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত "সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫" গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষদের দীর্ঘ একযুগের যাত্রা ও সাফল্যকে ঘিরে আয়োজিত এ উৎসব যেন হয়ে উঠেছিল একটি মিলনমেলা।

দুই দিনব্যাপী উৎসবে ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাপত্র প্রদর্শন, মৎস্যভিত্তিক পণ্যের স্টল, সচেতনতামূলক সেমিনার, এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের নজর কাড়ে। দেশীয় প্রজাতির মাছ, আধুনিক মাছচাষ প্রযুক্তি ও জলজ সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ প্রদর্শনী অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সিভাসুর মৎস্য অনুষদের ডিন এবং ফিশ ফেস্টিভাল ২০২৫ এর আহ্বায়ক প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ বলেন, ভবিষ্যতে এই ফেস্টিভ্যালকে জাতীয় পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ফিশ ফেস্টিভ্যালের মাধ্যমে শুধু মৎস্য খাতের উন্নয়ন নয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হয়েছে।

সর্বমোট, "সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫"-কে ঘিরে পুরো ক্যাম্পাস ছিল উৎসবের রঙে রাঙানো, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।