মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. আবদুর রউফ

Category: ফোকাস Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: দেশের মোট জন সংখ্যার১২ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য সেক্টরের সাথে জড়িত উল্লেখ করে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, "নিরাপদ মৎস্য এবং মৎস্যজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রয়োজন গুড অ্যাকোয়া-কালচার প্র্যাকটিস বাস্তবায়ন।"

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF)-এর আয়োজনে ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে সমাপনী পর্বে তিনি প্রথান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। গতকাল ১০ মে রাজধানী ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) অডিটোরিয়ামে সফলভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএসএসএফ-এর সভাপতি প্রফেসর ড. মো. খালেদ হোসেন এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান উপস্থিত ছিলেন।

ড. আবদুর রউফ আরও বলেন, “এই সম্মেলনে নবীন বিজ্ঞানী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে আশান্বিত করেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনে তাদের হাত ধরেই দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এই যাত্রায় তাদের সহযোগী হিসেবে কাজ করে যাবে।”

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় একীভূত নীতির ওপর গুরুত্বারোপ করেন।

সমাপ্তি বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসএসএফ-এর পাবলিকেশন সেক্রেটারি ড. শেখ শাহিনুর ইসলাম।