সিলেটে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সাথে আইন-শৃঙ্খলাবাহিনী ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়

Category: ফোকাস Written by Shafiul Azam

মো. জুলফিকার আলী: সিলেট জেলা প্রশাসন এর আয়োজনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বিভিন্ন দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী(অব:) ।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন । মতবিনিময়কালে উপদেষ্টা বলেন- কৃষি উৎপাদন বৃদ্ধিতে সিলেটের অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় আনতে হবে, আমদানি নির্ভরতা কমিয়ে দেশে কৃষি যন্ত্রপাতি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বর্তমানে বাজারে সবজির দাম বেশি, কিন্তু কৃষকের উৎপাদিত ফসল ও সবজির ন্যায্যমূল্য পাচ্ছে না, কৃষেকেরা যেন লাভবান হয় সে বিষয়ে কৃষি বিভাগের সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেন।

উপদেষ্টা বলেন-বর্তমানে সারের কোন ঘাটতি নেই, রাসায়নিক সার প্রয়োগ কমিয়ে জৈব সার বা সবুজ সার প্রয়োগ বাড়াতে হবে।

মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন-বিশ্ববিদ্যালয় গুলোর ছোটখাটো সমস্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই নিয়ন্ত্রণ করতে যথেষ্ট, সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনির প্রয়োজন হয়না, আলোচনা সাপেক্ষ্য সমাধান সম্ভব।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন- সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, তাই আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে । আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সেনাবাহিনী সহ এবার নৌ ও বিমান বাহিনীও কাজ করবে বলে জানান তিনি ।

মত বিনিময় সভায় সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সশস্ত্র বাহিনী পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন, পাসপোর্ট ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। সিলেটের সংক্ষিপ্ত সফরে এসে সকালে তিনি সিলেট জেলা ও মহানগর পুলিশ কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন।