সার নিয়ে সিন্ডিকেট করার সুযোগ নেই; তৈরি হচ্ছে সার মনিটরিং এর নীতিমালা- ডিজি ডিএই

Category: ফোকাস Written by Shafiul Azam

ডেস্ক রিপোর্ট: ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলার প্রকল্প অবহিতকরণ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, আজ মানিকগঞ্জ সদরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক কৃষিবিদ মো: ছাইফুল আলম। উক্ত মতবিনিময় সভায় তিনি বলেন সার নিয়ে কোন ধরনের সিন্ডিকেট করা যাবে না। সরকারি ব্যবস্থাপনায় ডিলার নিয়োগ হবে। প্রতিটি ইউনিয়নে ৩ জন করে ডিলার নিয়োগ হবে। এছাড়া ৯ টি সেল সেন্টার থাকবে। ডিলার নিয়োগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে একটি রেজিষ্ট্রেশন কমিটি করা হবে।

প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন ঢাকা অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে চাষযোগ্য জমি দ্রুত হ্রাস পাচ্ছে। এ অবস্থায় সীমিত জমিতে অধিক ফসল ফলাতে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তিনি আরও জানান এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা অঞ্চল শুধু রাজধানীর চাহিদাই মেটাবে না, বরং জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবে।

প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার জানান, প্রকল্পের আওতায় ধান, সবজি ও ফলের উন্নত জাত সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, জৈব সার ও সমন্বিত কীটনাশক ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হচ্ছে। শহর ও শহরতলীর বাড়ির আঙিনায় নিরাপদ সবজি উৎপাদনকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান বিদ্যমান শস্যের নিবিড়তা ১৯৫% থেকে ৪-৫℅ বৃদ্ধির মাধ্যমে প্রকল্প এলাকার ফসলের উৎপাদন ৭-৮% বৃদ্ধি করা। খাদ্য ঘাটতি ১৫% থেকে কমিয়ে ১২% করা। নারী ক্ষমতায়ন, নেতৃত্ব তৈরি ও নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধি করতে আয়বর্ধক কার্যক্রমে নারীদের অংশগ্রহণ ৩০% থেকে ন্যুনতম ৩-৪% বৃদ্ধি করা।

আধুনিক প্রযুক্তি প্রয়োগের ফলে উৎপাদন ব্যয় কমে আসবে এবং কৃষকের আয় বাড়বে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় খরা-সহনশীল ও রোগ প্রতিরোধী জাতের সম্প্রসারণকেও গুরুত্ব দেয়া হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শাহজাহান সিরাজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মানিকগঞ্জ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার,প্রকল্প পরিচালক, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু মো: এনায়েত উল্লাহ, সাবেক অতিরিক্ত পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, মো: আব্দুস সাত্তার,পরিচালক,পরিকল্পনা,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান,অতিরিক্ত পরিচালক,প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

সভাপতিত্ব করেন ড. মো: জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এম এম এ সালাম, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সাটুরিয়া, মানিকগঞ্জ, এ কে এম হ হাসিবুল হাসান, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মানিকগঞ্জ। এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাগণ, উপজেলা কৃষি অফিসারগণ, বিএডিসি এর কর্মকর্তাগণ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাগণ সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও কৃষক প্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন।