শিশুদের কণ্ঠে ৬ দফা দাবি: নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের আহ্বান

Category: ফোকাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় নির্বাচনের আগে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার দাবিতে সরকার, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে ৬ দফা একটি ইশতেহার প্রকাশ করেছে দুই শতাধিক শিশু। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার সপ্তাহ–২০২৫’ উদযাপন উপলক্ষে একশনএইড বাংলাদেশ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে এই ইশতেহার ঘোষণা করা হয়।

শিশুরা তাদের আহ্বানে জানায়, “আমরা স্বপ্ন দেখি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু সুস্থভাবে বেড়ে উঠবে, শিখবে, খেলবে এবং নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে।”

প্রকাশিত ৬ দফা ইশতেহারে শিশুদের দাবিগুলোর মধ্যে রয়েছে সবার জন্য মানসম্মত ও আনন্দমুখর শিক্ষা, শিশুবিয়ে, শিশুশ্রম ও সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ, মানসম্মত স্বাস্থ্যসেবা ও মানসিক সুরক্ষা, শিশুদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিতকরণ, অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা, এবং জলবায়ু ন্যায়বিচার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

ইশতেহারে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও বৈষম্যমুক্ত পরিবেশ তৈরি করতে হবে, শিশু সুরক্ষা কাঠামোকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কার্যকর করতে হবে, এবং অনলাইন নির্যাতন ও সাইবারবুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শিশুদের সুরক্ষা পরিকল্পনা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এই উদ্যোগের মাধ্যমে শিশুরা নিজেদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জাতীয় নীতি ও কর্মসূচিতে শিশুদের অগ্রাধিকার নিশ্চিত করার একটি শক্ত বার্তা দিয়েছে।