
রাজধানী প্রতিবেদক:আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি প্রযুক্তি প্রদর্শনী ‘১৩তম এগ্রোটেক বাংলাদেশ-২০২৫’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেডের যৌথ আয়োজনের এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ-এর অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) জনাবা মুনিমা হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত HE Paulo Fernando Dias Feres এবং আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা।
দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় প্রদর্শিত হবে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও উদ্ভাবনী সমাধান।
প্রদর্শনীতে স্থান পেয়েছে অটো ও সেমি অটো রাইস মিল, ফিড মিল, সুজি ও ফ্লাওয়ার মিল, অয়েল মিল, ডাল মিল, স্টার্চ প্লান্ট, কোল্ড স্টোরেজ মেশিন টেকনোলজি, বেকারী আইটেম ও কোমল পানীয় তৈরির মেশিনারী, চা ও কফি প্রসেসিং ও প্যাকেজিং প্রযুক্তি, ইঙ্কজেট প্রিন্টার, বার কোড প্রযুক্তি, মাংস প্রক্রিয়াজাত ও প্যাকেজিং মেশিনারী, গুদামজাতকরণ প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ, কীটনাশক, গবাদি পশু-পাখির আধুনিক আবাসন ব্যবস্থা, ডেইরি মিল্কিং মেশিন, কুলিং ট্যাঙ্ক, দুধ প্রক্রিয়াজাত ও মোড়কীকরণ প্রযুক্তি, মৎস্য খাদ্য, পুষ্টি ও চিকিৎসা সামগ্রীসহ আরও নানা উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি।
এছাড়াও কালার সর্টার মেশিন, এয়ার কমপ্রেসার, সাইলো, ইন্ডাস্ট্রিয়াল বয়লার, পার-বয়েলিং মেশিন, স্টীল বিল্ডিং প্রযুক্তি, রাবার রোলার, ড্রায়ার, কুলার, সিড ক্লিনিং, বেকারী মেশিনারী, ল্যাব সরঞ্জাম, হার্ডওয়ার ও টুলস, পরিমাপ যন্ত্র, জেনারেটর, পাওয়ার স্টেশন, সলভেন্ট এক্সট্রাকশন, অয়েল রিফাইনিং, অয়েল সীডস ক্রাশিং (সয়াবিন, সরিষা, সূর্যমুখী, তিল), অয়েল বটলিং টেকনোলজি, রাইস ব্রান অয়েল উৎপাদন প্রযুক্তি, ধান রোপন ও কাটার মেশিন, ট্রাক্টর, পাওয়ারটিলার, পরিবেশবান্ধব অটো ব্রিকস্ ও কংক্রিট ব্লক তৈরির প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে এবারের মেলা।
বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের বিকাশে এই প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে নতুন উদ্যোক্তা তৈরি, প্রযুক্তি হস্তান্তর এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে “১৩তম এগ্রোটেক বাংলাদেশ-২০২৫” হবে একটি অনন্য প্ল্যাটফর্ম।
আগ্রহী উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আধুনিক কৃষি প্রযুক্তির সম্ভাবনা অন্বেষণ ও শিল্প বিকাশে আগ্রহীদের জন্য “১৩তম এগ্রোটেক বাংলাদেশ-২০২৫” হতে পারে এক অনন্য অনুপ্রেরণার উৎস।