চকরিয়ায় ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রকল্পের স্টেকহোল্ডার সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত

Category: ফোকাস Written by Shafiul Azam

জাহাঙ্গীর আলম:আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আইএসডিই কতৃক বাস্তবায়িত ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আজ চকরিয়ায় “স্টেকহোল্ডার সম্পৃক্তকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।

ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট ইফোর্ট (আইএসডিই) বাংলাদেশ‘র আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এর সহযোগিতায় আয়োজিত এই সভায় কমিউনিটি নেতা, যুব নেতা, শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, সামাজিক নেতা এবং সাংবাদিকসহ ৩৯ জন অংশগ্রহণ করেন।

ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট ইফোর্ট আইএসডিই) বাংলাদেশ‘র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা, চকরিয়া, সম্মানীত আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মমতাজুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, চকরিয়া। সভায় বক্তব্য রাখেন আইএসডিই মনিটরিং কর্মকর্তা সুপম বড়ুয়া, কর্মসুচী কর্মকর্তা জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম, ককসবাজার জেলে ফেডারেশনের সভাপতি আশরফ আলী, সাংবাদকর্মী সাইফুল ইসলাম খোকন, সাংবাদকর্মী মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষক মোহাম্মদ উল্লাহ, উন্নয়ন কর্মী জাহিদ মোহাম্মদ নয়ন, প্রভাষক মঈন উদ্দিন, রামপদ দাশ, গোলাম কাদের, সরওয়ার আলম, সাবরিনা সোলতানা, ইউপি সদস্য বুলবুল জন্নাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার অধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছে দিতে স্টেকহোল্ডারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ভোটার এডুকেশন প্রোগ্রামের লক্ষ্য, কার্যক্রম এবং পরিকল্পিত উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়। পাশাপাশি নির্বাচনী সময়ে গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে স্টেকহোল্ডারদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, পাশাপাশি এ কর্মসুচীকে সার্থক করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও অন্তভূক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা।